আজ মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৪:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২২জনের মৃত্যু হয়েছে। এসময় শনাক্ত হয়েছেন ৬৯২ জন। শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৮১ ল্যাবে ১২ হাজার ৯০৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত ৩৩ লাখ ৪৪ হাজার ৩৯৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এসব পরীক্ষায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৩৮২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৮৫ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৬৬ হাজার ৬৪ জন করোনা থেকে সুস্থ হলো।
২৪ ঘণ্টায় নতুন ২৩ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৫ জন ও নারী সাতজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন পাঁচ হাজার ৮৯৫ জন ও নারী এক হাজার ৮৬১ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে পঞ্চাষোর্ধ্ব হলেন ২০ জন ও ৪১- ৫০ বছরের মধ্যে ৫ জন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৪ জন, চট্টগ্রাম বিভাগে দুইজন, রংপুর বিভাগে তিনজন, ময়মনসিংহ দুইজন, খুলনা বিভাগে একজন ও রাজশাহী বিভাগে একজন মারা গেছেন।