আজ বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৩:০৬ অপরাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে তিনদিনে করোনা টিকা নিয়েছেন ৪ হাজার ২শ মানুষ। এখন পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছে ১০ হাজার ৫শর বেশি মানুষ। ৪র্থ দিনেও টিকা কেন্দ্রে ভিড় করছে সরকারী কর্মকর্তা ও কর্মচারীসহ নানা পেশার মানুষ।
এ দিকে লক্ষ্মীপুর জেলা কারাগারে কারাবন্দিদের টিকা প্রয়োগ শুরু করা হয়েছে। প্রথমে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারধীন মামলার কারাবন্দিদের টিকা দেয়া হচ্ছে। এরপর পর্যায়ক্রমে অন্য আসামীদেরও টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা: আবদুল গফ্ফার।
তিনি জানান,আইনী জটিলতা ও নিরাপত্তাজনিত কারনে বন্দিদের কারাগার হইতে তাদের নিজনিজ এলাকায় নিয়ে করোনা টিকা প্রদান করা সম্ভব নয় বিধায় কারাগারে একটি মেডিকেল টিম গিয়ে টিকা প্রয়োগ করছে। এসময় উপস্থিত ছিলেন,জেলাকারাগারের জেল সুপার মো. রফিকুল কাদের,চিকিৎসক ডা: মাহমুদুর রহমান,সদর হাসপাতালের চিকিৎসক ডা: নাহিদুল ইসলাম ও ডেপুটি জেল সুপার তোফায়েল আহমদ প্রমুখ।
জেলায় মোট ৫২টি বুথের মাধ্যমে এ ভ্যাকসিন দেয়া হচ্ছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে এ কর্মসুচি। আর প্রতিনিয়ত বাড়ছে নিবন্ধনের সংখ্যা। সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্র গুলোতে করোনার বুথ তৈরি করে অন স্পটে রেজিস্ট্রেশন করা হচ্ছে। এতে করে ঝামেলা কমেছে অনেক। সহজভাবে নিবন্ধন করে টিকা নিতে পারায় খুশি আগতরা।