আজ মঙ্গলবার, ০৫ Jul ২০২২, ০৬:৫৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুর সদর উপজেলার ছোটভল্লবপুর এলাকায় সুপারী পাড়তে গিয়ে মোজাম্মেল হোসেন বাবুল নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির বাগানে এ দূর্ঘটনা ঘটে। নিহত বাবুল ওই এলাকার রেনু মাষ্টারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মোজাম্মেলন হোসেন বাবুল দুপুরে নিজ বাগানে প্লাষ্টিকের পাইপ দিয়ে সুপারী পাড়ার সময় পল্লী বিদ্যুৎতের তারে পাইপটি জড়িয়ে যায়। এতে বিদ্যুৎ স্পষ্ট হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।