আজ শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:২৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
করোনা দেশে আরও ১৭২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৭১৯ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও সাত হাজার ২৪৮ জনের শরীরে। মোট শনাক্তের সংখ্যা ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জন।
বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার কমেছে প্রায় দুই শতাংশ। উল্লিখিত সময়ে ৪১ হাজার ১৪ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে সাত হাজার ২৪৮ জন। শনাক্তের হার ১৭.৬৭ শতাংশ। গতকাল মঙ্গলবার এই হার ছিল ১৯.১৮ শতাংশ। প্রায় ৫২ দিন পর মঙ্গলবার দেশে করোনা শনাক্তের হার ২০ শতাংশের নিচে নামে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে শনাক্তের প্রায় দ্বিগুণ করোনা করোনা থেকে সুস্থ হয়েছেন। এদিন ১২ হাজার ১১২ জন করোনা থেকে সুস্থ হন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৩ লাখ ২৭ হাজার ২৮ জন।