আজ বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ছয়তলা ভবনের তিন তলায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রোজিনা বেগম জানান, আজ সকাল ৯টায় বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের একটি ছয়তলা ভবনের তিন তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
সর্বশেষ খবর অনুযায়ী এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, আগুন লাগার কারণও জানা যায়নি।