আজ শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০২:০৫ অপরাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি.
লক্ষ্মীপুরে কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজিতে ধান ও ৪০ টাকা চাল সংগ্রহ শুরু হয়েছে। বুধবার দুপুরে জেলা খাদ্যগুদামে এ ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন,জেলা খাদ্য নিয়ন্ত্রক মংখ্যাই, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাইমুল করিম টিটুসহ জেলা ও উপজেলা খাদ্যগুদামের কর্মকর্তা ও কর্মচারীরা।
অ্যাপের মাধ্যমে তালিকা তৈরি করে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হয়। যাহা চলবে ৩১ আগষ্ট পর্যন্ত। জেলার ৫টি উপজেলায় ৩ হাজার ৭শ ১ মে.টন ধান ও ৪ হাজার ৯শ ৩৯ মে.টন চাল কিনবে জেলা খাদ্যগুদাম।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ জানান, প্রকৃত কৃষক ও মিল মালিকদের কাছ থেকে যেন ধান ও চাল ক্রয় করা হয়। কোন দালালের মাধ্যমে ধান ও চাল ক্রয় করা যাবেনা। যদি কেউ এটার সাথে জড়িত থাকে,তাহলে ব্যবস্থা নেয়া হবে। প্রকৃত কৃষকরা ধানের যেন ন্যায্যমূল্যে পায়,সে ব্যবস্থা করা হয়েছে।